বহু জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর

(১)প্রশ্নঃ নাস্তিকতা যে ধর্ম তার প্রমাণ কি?

উত্তরঃ লিংকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিম্নের লিংকে প্রবেশ করুন:

(২) প্রশ্নঃ ধর্ম মানে যদি ধারণ করা ধরা হয়। তাহলে পৃথিবীর সকল নাস্তিক একেকজন একেকটা ধারণ করে। তাহলে তো প্রচুর ধর্ম হয়ে গেলো। এটা কিভাবে যৌক্তিক?

উত্তরঃ প্রত্যেক নাস্তিকই ধারণ করে মূলত ব্যক্তি স্বাধীনতাকে। ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝি যে, সবাই ভিন্ন ভিন্ন চিন্তা চেতনা ধারণ করবে। তাই প্রত্যেকের চিন্তা অনুযায়ী প্রচুর ধর্ম হবে না। বরং ব্যক্তি স্বাধীনতা ধারণ করার অর্থে একটাই ধর্ম হিসেবে সাব্যস্ত হবে। তাছাড়া আমরা যদি ধরেও নেই প্রচুর ধর্ম তৈরি হয়েছে এতে সমস্যা কোথায়? কারণ পৃথিবীতে ইতিমধ্যেই চার হাজারের অধিক ধর্ম রয়েছে !

(৩)প্রশ্নঃ আপনারা কেন নাস্তিক্য ধর্ম নিয়ে আলোচনা করেন?

উত্তরঃ নাস্তিক্য ধর্ম এতটা দুর্বল হয়ে পড়েছে যে, তাকে নিয়ে প্রশ্ন করা তো দূরের কথা। নাস্তিক্য ধর্ম নিয়ে আলোচনা করলেই নাকি তাদের গায়ে লাগে। এক সময় নাস্তিকেরাই বলতো সকল কিছু নিয়েই সমালোচনা হবে৷ সকল কিছু নিয়েই প্রশ্ন করা যাবে।আজ যখন নাস্তিক্য ধর্ম নিয়ে আমরা আলোচনা করি তখন এদের গায়ে লাগে কেন? তারপরেও যদি আপনি আমার ইসলাম ধর্মের ভুল ধরতে চান বা একজন হিন্দুর ধর্মকে ভুল প্রমাণ করতে চান। তবে আপনাকে অবশ্যই আপনার মোরালিটিকে প্রকাশ করতে হবে। এছাড়া আপনি ভুল ধরার অধিকারই রাখেন না। আর নাস্তিক্য ধর্মের অন্ধ বিশ্বাসীরা যেহেতু মোরালিটিই দেখাতে পারে না। সুতরাং তাদের অভিযোগই শুদ্ধ হয়না। অভিযোগ শুদ্ধ না হলে উত্তর দেওয়াটা কিভাবে যৌক্তিক হয়? তারা যেহেতু মোরালিটি গোপন রেখে অভিযোগ করে। তাই আমরা শুধু তাদের মোরালিটি দেখাই। এমন কি নাস্তিক্য ধর্মের মোরালিটি যে কতটা ভয়ংকর। সেটা মানুষকে সতর্ক করার জন্যই তাদের মোরালিটি নিয়ে আলোচনা করি। যেন মানুষ সতর্ক হয়। কারণ আমরা মানবতাবাদী। মানুষ শান্তিতে বসবাস করুক সেটাই আমরা চাই।

(৪) প্রশ্নঃ আপনারা কেন নাস্তিক্য ধর্মের সেক্সচুয়াল বিষয় নিয়ে আলোচনা করেন?এই বিষয় গুলাতো নোংরা।

নাস্তিকদের জন্য উত্তরঃ নাস্তিক্য ধর্মে সেক্সচুয়াল বিষয় গুলা নোংরা নয়। যেটা বার্ট্রান্ড রাসেল বিশ্ব বিখ্যাত নাস্তিক, স্পষ্ট স্বীকার করেছেন। চলুন এবার তার কিতাব থেকে পড়ে আসি। স্পষ্ট তিনি সেক্সচুয়াল বিষয়টাকে নোংরা বলতে নিষেধ করেছেন।

শুধু তাই নয় খোলামেলা এই বিষয়গুলো আলোচনা করতে বলেছেন। এবং কোন পিতা-মাতা যদি সেক্সুয়াল বিষয় না আলোচনা করতে পারে। তাহলে লোক ভাড়া করে হলেও সেক্সচুয়াল বিষয়ে আলোচনা করতে হবে। এটাই হচ্ছে বিখ্যাত নাস্তিক বার্ট্রান্ড রাসেলের শিক্ষা। এবার চলুন এটা আমরা তার কিতাব থেকে দেখে আসিঃ

সুতরাং নাস্তিক্য ধর্মে সেক্সুয়াল বিষয় নিয়ে আলোচনা করাটা বেশি ভালো। আর এই জন্যই আমরা নাস্তিক্য ধর্মের সেক্সুয়াল বিষয় নিয়ে, আলোচনা করি। আশা করি পাঠক বুঝতে পেরেছেন।

মুসলিমদের জন্য উত্তরঃ নাস্তিক্য ধর্ম মানবজাতির জন্য কতটা ভয়ঙ্কর। এই বিষয়টি উল্লেখ করার জন্যই, আমরা এই সেক্সুয়াল বিষয় নিয়ে আলোচনা করি। কারণ তারা সেক্সচুয়াল এর নামে নারীর অধিকারকে নষ্ট করছে। আর আমরা মানবতাবাদি মানুষ হিসেবে। নারীর উন্নতির জন্য এর বিরুদ্ধে, আমরা তাদের কুরুচিপূর্ণ লেখাগুলো প্রকাশ করে থাকি। যাতে মানুষ শিক্ষা অর্জন করতে পারে, এবং এ ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে পারে।

প্রশ্ন(৫)-ঃ একজন নাস্তিক ব্যাক্তিগত ভাবে খারাপ কিছু করলে, সেটা পুরা নাস্তিক্য ধর্ম হিসেবে বলা হয় কেন?

উত্তরঃ-(১)পৃথিবীর কোন একজন নাস্তিক যদি ভালো কিছু করে, নাস্তিকেরা কিন্তু এটাই বলে যে লোকটি ভালো এই জন্য করেছে যে লোকটি নাস্তিক। ভালো কিছু করলে তার দায়ভার যদি নাস্তিক্য ধর্মে পউছায়, তাহলে খারাপ কিছু করলে, নাস্তিক্য ধর্মে কেন পউছাবে না?

উত্তরঃ-(২)মুসলিম কোন খারাপ কাজ করলে, সেটা ইসলামের আইনে দোষ পরে না, বা কিচ্ছু হয় না। আইন আইনের জায়গায় থাকে, কিন্তু নাস্তিক্য ধর্মের আইন হচ্ছে ব্যাক্তি স্বাধিনতা।ব্যাক্তি কোন কাজ করলে সেটা আইনে সঠিক হিসেবে সাব্যস্ত হয় নাস্তিক্য ধর্মে। ব্যাক্তি স্বাধিনতা এমন একটা আইন, যা প্রত্যেকের কাজ একাক টা আইন হিসেবে সাব্যস্ত হবে।সুতরাং একজন নাস্তিক, তার নাস্তিক্য ধর্মের ব্যাক্তি স্বাধিনতার আলোকে, যাই করুক সেটাই নাস্তিক্য ধর্মের উপরে দোষারোপ পরবে।এবং অন্যের ব্যাক্তিগত বিষয় টা, পুরা নাস্তিকদের এই জন্য দোষারোপ করা হয়, যে তাদের সকলের এই ধরনের মারাত্তক ব্যাক্তি স্বাধিনতাকে মানতে হয়। তারা প্রতিবাদ করে না, আবার প্রতিবাদ করলে ব্যাক্তিসাধিনতা অমান্য করা হয়।সুতরাং একজন মানুষ নাস্তিক হলে, অন্যের খারাপ কাজ, কোন এক ভাবে মানতেই হয়।তাই একজন নাস্তিক খারাপ কিছু বললে বা করলে পুরা নাস্তিক্য ধর্মের উপর এর দায় চাপে।

সামনে সংযুক্ত হবেঃ

প্রমাণপঞ্জী:

১:https://ofurontobisshas.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0/

Facebook
WhatsApp
X
Email