আমাদের সম্পর্কে

অফুরান্ত বিশ্বাস একটি ধর্মীয় সংগঠন, যার প্রধান লক্ষ্য ইসলামিক শিক্ষা ও জ্ঞানকে মানুষের মাঝে প্রচার করা। আমরা ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন, নবীজির হাদীস, এবং অন্যান্য ধর্মীয় শিক্ষাগুলোর গভীরতর বিশ্লেষণ করে থাকি।  ধর্মী নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও আমাদের অন্যতম উদ্দেশ্য। সংগঠনটি কুরআনের নির্দেশনা অনুযায়ী মানুষের জীবনে নৈতিকতা ও ধর্মীয় চেতনার বিকাশে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে মানুষের ধর্মীয় সংশয় দূর করার চেষ্টা করি। নাস্তিক্য ধর্ম ও সংশয়বাদী চিন্তাধারার বিরুদ্ধে প্রমাণ-ভিত্তিক প্রতিরোধ গড়ে তোলাই আমাদের অন্যতম কাজ। ইসলামের সঠিক শিক্ষা দিয়ে মানুষের হৃদয় ও মনকে আলোকিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা দু’আর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের গুরুত্বের ওপর আলোকপাত করি। ইসলামের দৃষ্টিতে মানবিক মূল্যবোধ ও নৈতিক আদর্শ প্রচারে আমরা বিশেষভাবে মনোযোগী। আমাদের সংগঠন বিভিন্ন কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করে থাকে, যেখানে ধর্মীয় জ্ঞান বিনিময় করা হয়। সদস্যদের কুরআন, হাদীস ও অন্যান্য ইসলামী বিষয় নিয়ে গভীর গবেষণায় উৎসাহিত করা হয়।  সংগঠনের সদস্যরা নিয়মিতভাবে দু’আর গুরুত্ব ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন। আমাদের উদ্দেশ্য হলো, মানুষের হৃদয়ে ইসলামের সঠিক আদর্শ স্থাপন করা। আমরা বিশ্বাস করি, ইসলামের সঠিক জ্ঞান সমাজে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। সংগঠনের কাজ হলো কুরআন ও হাদীসের আলোকে বর্তমান বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা। আল্লাহর প্রতি অটুট বিশ্বাস এবং নবী মুহাম্মদের (সা.) আদর্শকে অনুসরণ করাই আমাদের মুলমন্ত্র। আমরা শিক্ষার্থীদের ইসলামী জ্ঞান অর্জনে উৎসাহিত করি এবং তাদের আত্মার পরিশুদ্ধির জন্য কাজ করি। নাস্তিক্যবাদের ক্ষতিকারক প্রভাব থেকে নতুন প্রজন্মকে রক্ষার জন্য আমরা বিভিন্ন রকমের শিক্ষা কার্যক্রম পরিচালনা করি। বিভিন্ন বিষয়ে ইসলামিক স্কলারদের পরামর্শ অনুযায়ী আমরা প্রশ্নোত্তর পর্বের আয়োজন করি। আমরা বিশ্বাস করি, ইসলামের সঠিক জ্ঞান মানুষকে দুনিয়া ও আখিরাতের সফলতার পথে পরিচালিত করবে। আফুরান্ত বিশ্বাস মানুষকে ইসলামের শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ দিকটি জানার জন্য আহ্বান জানায়। সংগঠনটি বিভিন্ন ভাষার ইসলামী সাহিত্য ও গবেষণা প্রকাশ করে থাকে। আমরা নাস্তিকদের যুক্তিসংগত প্রতিউত্তর দিয়ে তাদের ভ্রান্ত ধারণা দূর করার চেষ্টা করি।  আফুরান্ত বিশ্বাস ইসলামের মৌলিক শিক্ষাগুলি প্রচারের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে। আমরা ইবাদতের সঠিক পদ্ধতি ও দু’আর শক্তি সম্পর্কে জ্ঞান প্রদান করে থাকি। ইসলামের সঠিক বোঝাপড়া ও গবেষণার মাধ্যমে আমরা সদস্যদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস বাড়িয়ে তোলার চেষ্টা করি। আমাদের পরিকল্পনার মধ্যে অন্যতম হলো একটি গবেষণা ভিত্তিক দাওয়াহ বিভাগ করা যেখানে জ্ঞানের আলোয় আলোকিত হবে মানুষ ইনশাআল্লাহ।  এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের সাথে বুদ্ধি পরামর্শ ও ডোনেশন করে সহোযোগিতা করুন যোগাযোগ:01770491141

Facebook
WhatsApp
X
Email